ক্ষুদ্র শিল্প হিসেবে টেইলারিং ও ব্লক-বাটিক এর সুনাম থাকলেও কিছু অসাধু
ব্যবসায়ীর জন্য তা সম্মান হারাতে বসেছে।সেই হারানো সম্মান ফিরিয়ে আনার লক্ষে ক্রেতার
পছন্দনীয় ডিজাইনে টেকসই কাজের অনলাইন শপিং মল।হাজার মানুষের ভিড়ে আপনার পছন্দের কাপড়টা
যখন উটকো দামের কারনে শপিং মলেই রেখে আসেন তখন আমাদের ব্লগ,ফেসবুক পেজ থেকে আপনার পছন্দনীয়
ডিজাইনে টেকসই কাপড় পেতে অর্ডার করা মাত্র আপনার হাতে পোঁছে যাবে।
সুতার মেলা
কোনাপাড়া,ডেমরা,ঢাকা-১৩৬২ ফেসবুক-https://www.facebook.com/sutarmela মোবাইল-01617581202
Saturday, September 7, 2013
Friday, September 6, 2013
প্রথম ভাবনা
বাংলাদেশ নিয়ে আমরা অনেক ভাবি।মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে এমন ঝড় তুলি
যে আমিই সবচেয়ে বেশি ভালবাসি।কিন্তু চক্ষু মেলিয়া একবারও দেখি না যে আসলে আমরা দেশের
জন্য কতটুকু করতে পেরেছি।দেশের কথায় মুখে ফেনা তুলে ফেললেও দেশের সম্পদ ব্যাবহারে যেন
আমাদের পাপ হবে বা আমরা নিম্নমুখী হয়ে যাবো।ধীরে ধীরে আমি দেশের উৎপাদিত সব ধরনের সম্পদের
বিবরণ ও আমাদের দ্বারা তার ব্যাবহার সম্পর্কে বিস্তারিত লিখব।
প্রথমত লিখবো আমাদের গার্মেন্টস এর কথা।বড় বড় গার্মেন্টস গুলো বাহিরে
ব্যবসা করে অনেক পরিমান বৈদেশিক মুদ্রা আনছে।আমি ছোট তাই বড় ব্যাপারে নাক না গলিয়ে
ছোট ব্যাপারে মন দিচ্ছি।
আমাদের নিত্য প্রয়োজনীয় জামা কাপড় গুলো যদি দেশের কাপড়ে ও উপাদানে তৈরি করা হতো তাহলে আমাদের এই ক্ষুদ্র শিল্পটাও বৃহৎ
আকার ধারন করতে পারতো।নানা ধরনের অনুষ্ঠানে এবং বিভিন্ন কারনে আমরা জামা কাপড় তৈরি
করে থাকি যার সিংহ ভাগই বিদেশি কাপড় ও উপাদানে তৈরি হয়। অথচ দেশের ক্ষুদ্র শিল্প হিসেবে
বিবেচিত টেইলারিং ও ব্লক কে কোন মান দিচ্ছি না।
অবশ্য এই টেইলারিং ও ব্লক কে মান না দেয়ার কারন আছে।সাধারণত টেকসই মানের
হয়না বলে ক্রেতা সমাজ এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তবে আমাদের বিশ্বাস আছে যে ভাল মানের ব্লক ও ভাল ডিজাইনের টেইলারিং হলে
এই ক্ষুদ্র ব্যবসা আবার চাঙ্গা হয়ে উঠবে।
Subscribe to:
Posts (Atom)